কেরলের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৪৫৫ ফ্লাইটে থাকা যাত্রীদের জন্য বুধবার রাতটি ছিল দুশ্চিন্তায় ভরা। বিমানটিতে কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপালসহ একাধিক সাংসদ ও শতাধিক যাত্রী ছিলেন।
উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি তীব্র টার্বুলেন্সে পড়ে। এরপর, ক্যাপ্টেন ঘোষণা করেন যে সিগন্যাল সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে নেওয়া হবে। অনুমতি পেতে প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর কাটার পর প্রথম অবতরণের চেষ্টা করা হলেও সেটি বাতিল করতে হয়। পরে দ্বিতীয় চেষ্টায় নিরাপদে বিমানটি অবতরণ করে।
কে.সি. বেণুগোপাল সামাজিক মাধ্যমে জানান, যাত্রীদের জীবন কখনও ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয় এবং বিষয়টি তদন্তের দাবি জানান।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, খারাপ আবহাওয়া ও প্রযুক্তিগত সমস্যার কারণে সতর্কতামূলকভাবে চেন্নাইয়ে ডাইভার্ট করা হয়েছিল। প্রথম অবতরণের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো-অ্যারাউন্ড করতে হয়। সংস্থার দাবি, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সব পদক্ষেপ নিয়ম মেনেই নেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি রাত ৮টা ১৭ মিনিটে তিরুবনন্তপুরম থেকে উড্ডয়ন করে রাত ১০টা ৩৫ মিনিটে চেন্নাই পৌঁছায়। পরে রাত ১টা ৪০ মিনিটে পুনরায় উড্ডয়ন করে ভোর ৩টা ৫৮ মিনিটে দিল্লিতে পৌঁছায়।
সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার কয়েকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও সেবা সংক্রান্ত বিতর্ক দেখা দিয়েছে, যা সংস্থার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে পর্যবেক্ষকদের মত।